প্রিন্ট এর তারিখঃ Sep 22, 2025 ইং || প্রকাশের তারিখঃ Sep 14, 2025 ইং
বেনাপোল চেকপোস্টে যাত্রীদের হয়রানির অভিযোগ: কমেছে রাজস্ব আদায়ও

স্টাফ রিপোর্টার : বেনাপোল চেকপোস্টে ল্যাগেজ রুলস না মেনে পাসপোর্ট যাত্রীদের হয়রানি, স্বজনপ্রীতি এবং উৎকোচ আদায়ের অভিযোগ উঠেছে। একই সাথে, ভারতীয় ভিসা জটিলতার কারণে যাত্রী কমে যাওয়ায় সরকারের রাজস্ব আদায়ও উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে।
অভিযোগ উঠেছে, কাস্টমস কর্মকর্তারা নিয়ম-নীতির তোয়াক্কা না করে নিজেদের ইচ্ছামতো যাত্রীদের পণ্য আটক করছেন। অনেক যাত্রীর পণ্য ‘ডিএম স্লিপ’ দিয়ে জব্দ করা হলেও, অনেকের পণ্য কোনো স্লিপ ছাড়াই আটকে রাখা হচ্ছে।
বৃহস্পতিবার দুপুরে সরেজমিনে দেখা যায়, ভারত ও বাংলাদেশের পাসপোর্ট যাত্রীরা কাস্টমস কর্মকর্তাদের কাছে দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছেন। কারও একটি মাত্র শাড়ি, আবার কারও কিছু ফলও আটকানো হয়েছে। সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রায় ২০ জন যাত্রী স্ক্যানিং মেশিনের বাইরে পণ্য ফেরত পাওয়ার আশায় দাঁড়িয়ে ছিলেন।
এক ভুক্তভোগী বাংলাদেশি যাত্রী অনিমা ঘোষ জানান, তিনি একটি শাড়ি ও পাঁচ কেজি ফল নিয়ে এসেছেন। সকাল ৮টা থেকে কাস্টমস এগুলো আটকে রেখেছে এবং দুপুর ১টা বাজলেও ফেরত দেওয়া হয়নি।
ভারতীয় পাসপোর্ট যাত্রী ওয়াসিম রাজা বলেন, "কাস্টমসের হয়রানি চরমে পৌঁছেছে। এর চেয়ে বরং দুই দেশের যাত্রী চলাচল বন্ধ করে দেওয়া উচিত। যদি পণ্যের পরিমাণ বেশি মনে হয়, তাহলে সরকার স্পট ট্যাক্স নিলেই আমরা তা দিতে প্রস্তুত।"
বাংলাদেশি ও ভারতীয় যাত্রীরা উভয়েই দাবি করেন, ল্যাগেজ বহির্ভূত পণ্য থাকলে তা স্পট ট্যাক্স নিয়ে ছেড়ে দেওয়া হোক।
বেনাপোল চেকপোস্ট ব্যবসায়ী সমিতির স্বেচ্ছাসেবক সম্পাদক আব্দুস সোবহান বলেন, "কাস্টমস স্পট ট্যাক্স নিলে সরকারের রাজস্ব বাড়বে। বর্তমানে অনেক যাত্রী পণ্যের জন্য ৩০০% জরিমানা ও ৩,৫০০ টাকা ফাইল খরচ দিতে রাজি হন না। ফলে পণ্যগুলো নষ্ট হয় বা নিলামে কম দামে বিক্রি হয়, যা থেকে সরকার বড় অঙ্কের রাজস্ব হারায়।"
বেনাপোল সোনালী ব্যাংক সূত্র জানায়, জুলাই মাসের তুলনায় আগস্টে পাসপোর্ট যাত্রীদের থেকে আদায় হওয়া রাজস্ব প্রায় অর্ধেকে নেমে এসেছে। সেপ্টেম্বরে তা আরও কমার আশঙ্কা করা হচ্ছে।
এ বিষয়ে বেনাপোল কাস্টমসের সুপার নাজমুল সিরাজী জানান, একটি শাড়ি ডিএম করার কোনো নিয়ম নেই। যদি কোনো কর্মকর্তা এমনটি করে থাকেন, তা ভুল। তিনি ভবিষ্যতে যাতে একটি শাড়িও ডিএম না হয়, সে বিষয়ে নজর রাখার আশ্বাস দেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ